ময়মনসিংহ

শেরপুরে জমিসহ ঘর পেলো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

  প্রতিনিধি ৭ জুন ২০২১ , ৮:২০:১২ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জন্য নির্মিত সরকারি আবাসন প্রকল্পে ঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল দুপুরে ৪০টি ঘরের চাবি তাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

একইসময় উপকারভোগীদের জন্য খাবার, রান্নার সামগ্রী, বিছানা, বিছানার চাদর, বালিশ ও কম্বল বিতরণ করা হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্প-২ এর আওতায় শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া এলাকায় দুই একর জায়গায় ৬৯ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে এ আবাসন প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। এখানে থাকছে পুকুর, শাক-সবজি, ফসল আবাদের জন্য রাখা হয়েছে খোলা জায়গা, আত্মকর্ম প্রশিক্ষণের জন্য নির্মিত হচ্ছে একটি মাল্টিপারপাস কক্ষ।

আরও খবর

Sponsered content

Powered by