দেশজুড়ে

শোক দিবসে সীতাকুন্ডে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতা

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৮:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সীতাকুন্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আ’লীগের উদ্যাগে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। টেরিয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। উক্ত ভাষন প্রতিযোগীতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২৫ জন প্রতিযোগী অংশ নেয়। এতে ১ম স্থান অধিকার অর্জন করে টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক মিল্লাত, ২য় স্থান অর্জন করে মধ্য বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মৈয়ব বিশ্বাস এবং ৩য় স্থান অর্জন করে সীতাকুন্ড ডিগ্রি কলেজের শিক্ষার্থী নিলয় রহমান। বারৈয়ারঢালা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কার হিসেবে ১ম স্থান অধিকারীকে ৮ আনা ওজনের স্বর্নের চেইন ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে ৪ আনা ওজনের চেইন দেওয়া হয়। এছাড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী প্রত্যেককে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী, ডায়েরী ও কলম উপহার দেওয়া হয়। প্রথমবারের মতো ব্যতিক্রম উক্ত অনুষ্ঠান বিষয়ে সাইদুল ইসলাম বলেন, বিশ্বের সমস্ত ঐতিহাসিক ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মর্চের ভাষণ অন্যতম। তৎকালীন রেসকোর্স ময়দানের এই ভাষণকেই বাঙালির স্বাধীনতা অর্জনের অন্যতম পথ হিসেবে বিবেচনা করা হয়। আর এই ভাষণ নিয়েই শিক্ষার্থীরা অংশ নেন প্রতিযোগিতায়। এর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি করে জানার সুযোগ সৃষ্টি হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়া, সীতাকুÐ উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহাজাহান, উপজেলা আ’লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খাঁন সাজু, যুগ্ন আহবায়ক শিহাব উদ্দীনসহ বারৈয়ারঢালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।

আরও খবর

Sponsered content

Powered by