চট্টগ্রাম

সলিমপুরে জেলেদের মাঝে ৪৯ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ

  প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ১০:৩৪:২৫ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নে মৎস্যজীবি মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৪৯ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। গতকাল শনিবার সকালে সলিমপুর ইউনিয়ন পরিষদে পরিবার প্রতি ৫৬ কেজি করে ৮৭৫ জন জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। সলিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন আজীজ এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ-পুলিশ এর  ইনচার্জ মোহাম্মদ এনামুল হক, জেলে ফেডারেশনের সভাপতি লিটন দাসসহ সলিমপুর ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by