রাজশাহী

সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে মানববন্ধন

  প্রতিনিধি ২০ মে ২০২১ , ৬:২৭:৪২ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর):

প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক ও আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশী নারী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরের লালপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) সকালে লালপুর উত্তরা ব্যাংক এর সামনে সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে লালপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এই মানববন্ধন কর্মসূচিতে লালপুর উপজেলায় সকল কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গ্রেফতার আর জেল বন্দি করে লেখার স্বাধীনতা স্তব্ধ করা যাবে না। প্রতিবাদকারীদের ভাষায় বাংলাদেশের আইন অনুযায়ী কেউ দুর্নীতি বিষয়ে তথ্য প্রকাশ করলে তাকে পুরস্কৃত করার কথা। অথচ সাংবাদিক রোজিনার ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। রোজিনা রাষ্ট্রের কর্মচারীদের দুর্নীতি ঠেকাতে সরকারকে সহায়তা করছিলেন। কিন্তু তাকে নিরাপত্তা না দিয়ে চোরদের পক্ষাবলম্বন করা দুঃখজনক।

বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ হেনস্থা ও হয়রানি কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও খবর

Sponsered content

Powered by