বিনোদন

সাত মাস পর কাল থেকে আবার হলে দেখা যাবে সিনেমা

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২০ , ১১:২৯:৪৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাত মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল শুক্রবার (১৫ অক্টোবর) থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার।

গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এসংক্রান্ত একটি পত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘কভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) তারিখ থেকে সারা দেশের সিনেমা হলসমূহে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’

এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ   ।

আরও খবর

Sponsered content

Powered by