রংপুর

সাদুল্যাপুরে কোটি টাকা ঋণ পেল হতদরিদ্র নারীরা

  প্রতিনিধি ১০ জুন ২০২১ , ৭:৪০:০৪ প্রিন্ট সংস্করণ

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কেশালীডাঙ্গা ও উত্তর দামোদরপুর গ্রামের হতদরিদ্র ১০০ জন নারীর মাঝে ১ কোটি ২০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এই টাকায় হতদরিদ্র নারীরা ‘উন্নত জাতের গাভী’ কিনে লালন-পালন করে সংসারে উন্নতি করবেন। সমবায় অধিদপ্তরের সহযোগিতায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মানউন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে এই ঋণ বিতরণ করা হয়।

উপজেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় ঋণের চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আনিছুর রহমান, উপ-পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম ও ফিল্ড ফেসিলিলেটর দেবাশিষ কুমার বর্মণ।

 

আরও খবর

Sponsered content

Powered by