রংপুর

সাদুল্যাপুরে ঝড়ে পরা ৫০১ শিশুদের লেখাপড়া শেখানো হচ্ছে

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২১ , ৪:৪৮:১৩ প্রিন্ট সংস্করণ

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঝড়ে পরা ৫ হাজার ১০ জন শিশুকে বাড়তি যন্তসহকারে লেখাপড়া শেখানো হচ্ছে। ৮ থেকে ১৪ বছর বয়সি এই শিশুরা এতদিন প্রাতিষ্ঠানিক লেখা-পড়ার বাহিরে ছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় বাস্তবায়ন সংস্থা জাগরণী ফাউন্ডেশন ও তার সহযোগী সাতক্ষীরা উন্নয়ন সংস্থা পরিচালিত পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ ‘আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা (পাইলট)’ কর্মসূচীর উপর উপজেলা পর্যায়ের অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সোমবার সাদুল্যাপুর উপজেলা পরিষদ হল রুমে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মেহেদী আখতারের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিস শাফি ও মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান স্মৃতি। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার জেলা ম্যানেজার ওবায়দুল হক, ট্রেনিং কো-অর্ডিনেটর আব্দুল জলিল মিয়া, মনিটরিং অফিসার তাপোস কুমার মল্লিক, মিন্টু চন্দ্র ব্যাপারী, মানব কল্যান সংস্থার সভাপতি সৈলেন চন্দ্র দাস ও শিক্ষিকা ঐশি আক্তার প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by