রাজশাহী

সাপাহারে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৯:০৯:১৫ প্রিন্ট সংস্করণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক শিক্ষার উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এসএমসি সভাপতি, পিটিএ সভাপতি, অভিভাবক ও সাংবাদিকদের অংশ গ্রহণে কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাধাসমূহ ও সমস্যাগুলো চিহ্নিত করণ এবং চিহ্নিত সমস্যাগুলো থেকে উত্তরণে করনীয় ভাবনা তুলে ধরে ওয়ার্কসপ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন শাজাহান লূনা, শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, শিক্ষানুরাগী নূরল হক মাস্টার প্রমুখ।

Powered by