ঢাকা

সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের এপিএস ফুয়াদ গ্রেফতার

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২১ , ৪:২৭:২৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

অর্থ পাচার মামলায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের এপিএস ফুয়াদকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো.আলিমুজ্জামান। তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের দুই ভাই রুবেল ও বরকতের দুই হাজার কোটি টাকা পাচার মামলায় ফুয়াদের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তাকে গ্রেফতার করতে বিভিন্ন সময় পুলিশের অভিযান ব্যর্থ হয়েছে বলেও জানা গেছে।

জানা গেছে, ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ১৩টির মতো মামলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মামলা দুই হাজার কোটি টাকা পাচার ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাঙচুরের ঘটনার মামলা।

আরও খবর

Sponsered content

Powered by