আইন-আদালত

সিআইডির এসপিকে বাধ্যতামূলক অবসর

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ৮:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকায় কর্মরত পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসরে প্রদান করা হয়েছে। এর অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ২৩ ফেব্রুয়ারি (২০২৩) থেকে ২২ ফেব্রুয়ারি (২০২৪) পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (আর.এল) মঞ্জুর করা হলো।

বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

আরও খবর

Sponsered content

Powered by