রাজশাহী

সিরাজগঞ্জে প্রকৌশলীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৬:২০:০২ প্রিন্ট সংস্করণ

এস এম আল আমিন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

জেলা প্রশাসনের মাধ্যমে দেশব্যাপী এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষন ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কীত জনপ্রশাসন মন্ত্রানলয়ের কলো আদেশ বাতিলের দাবিতে সিরাজগঞ্জে প্রকৌশলীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় অংশ হিসেবে আইইবি সিরাজগঞ্জ শাখার উদ্দ্যোগে শহরের বাজার ষ্টেশন পৌর মুক্তমঞ্চে সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী এক কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে তত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক পিজিসিএল জিএম মোঃ ফজলে আলম, ডিজিএম মাহিবুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সওজ নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত ডিসি সন্মেলনে বিতর্কীত ও অযৌক্তিক ওই দাবিটি পরিকল্পনামন্ত্রী নাকচ করে দেন।

উন্নয়ন বিরোধী ওই দাবিটি এরপর কৌশলে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যোগসাজসে জারীকৃত পত্রে আদেশের মাধ্যমে ডিসিদের দিয়ে বাস্তবায়নের গভীর চক্রান্ত চলছে। অবিলম্বে এটি বাতিলে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায়, দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।

Powered by