রাজশাহী

সিরাজগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১৭:২০ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ পালন উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন। প্রতিবন্ধী কার্যালয়ের কনসালটেন মাহবুব হক এর সঞ্চালনায় “ বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ণ” এবারের এ প্রতিপাদ্য কে সামনে রেখে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার মোঃ রিয়াজুল ইসলাম, এনডিপি‘র উপপরিচালক কাজী মাসুদুজ্জামান পল, পরিবর্তনের উপপরিচালক রুখশানা খাতুন, বাগবাটি প্রতিবন্ধী স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফয়সাল হোসেন। এসময় এনডিপি‘র উপ ব্যবস্থাপক (শিক্ষা ও প্রতিবন্ধীতা) শিপন চন্দ্র নাগ, আরডিও‘র প্রতিনিধি মোঃ আরিফ জামান, পিডাবিøউডি‘র প্রতিনিধি মোঃ রাশেলসহ বিভিন্ন কর্মকর্তা ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে ১৫টি হুইল চেয়ার ও ৫টি হেয়ারিং এইড বিতরণ করা হয়।

Powered by