রাজশাহী

সিরাজগঞ্জে বিআরটিএ এর উদ্যোগ লাইসেন্স পরিক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ এর শুভ উদ্বোধন

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৪:২৯:০৫ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ এর উদ্যোগ একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জের আয়োজনে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ এর বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে বিপিুল পরিমান প্রশিক্ষিত ড্রাইভারের অভাব রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশিক্ষণ নিয়ে এই অভাব পুরুন করতে শ্রমিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধন শেষে অফিসার্স ক্লাবের হলরুমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নান মিয়া, সিভিল সার্জন প্রতিনিধি ডা: ইউসুফ আলী। সহকারী কমিশনার প্রতীতি পিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান। আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আসলাম সেখ, সিরাজগঞ্জ ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক গ্রæপ এর সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী ডাবলু। এসময় ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সালেক, সিরাজগঞ্জ ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন, সিরাজগঞ্জ বাস মালিক সমিতির প্রচার সম্পাদক মোঃ আব্দুল মজিদ মৃধাসহ জেলা প্রশাসন, বিআরটিএ এর কর্মকর্তা, পরিবহণ মালিক সমিতি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by