রাজশাহী

সিরাজগঞ্জে ১২ মে আর্ন্তজাতিক নার্সেস দিবস পালিত

  প্রতিনিধি ১২ মে ২০২৩ , ৭:৫১:২৩ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

বর্ণঢ্য আয়োজনের মাধ্যমে সিরাজগঞ্জে ১২ মে আর্ন্তজাতিক নার্সেস দিবস ২০২৩ পালন করা হয়েছে। ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে “আমাদের নার্স আমাদের ভবিষৎ” এবারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ ২ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল­াত মুন্না এর নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বর্ণঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালী শেষে হাসপাতালের কনফারেন্স রুমে ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সেবা তত্বাবধায়ক মোসা. চন্দ্র বানু এর সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ২ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল­াত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বিএমএ সভাপতি ডাক্তার জহুরুল হক রাজা, পৌর আওয়ামীলীগ ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার মোঃ ফরিদুল ইসলাম, উপ সেবা তত্বাবধায়ক সুপ্রিয়া রাণী চক্রবর্তী, লাভলি ইয়াসমিনসহ হাসপাতালের সকল নার্স ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে একটি বিশাল আয়তনে কেক কর্তন করে হাসপাতালের সকল নার্স ও রোগিদের মাঝে বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by