রাজশাহী

সিরাজগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৩ , ৮:৪৮:২২ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। “রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমুলক বিশ্বগঠন” এবারের এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ তৌহিদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ আবুল হাসেম,সিভিল সার্জন প্রতিনিধি ডাক্তার মুরাদ হোসেন, এনডিপি‘র উপপরিচালক কাজী মাসুদুজ্জামান প্রমূখ। অটিজম ও এবারের প্রতিপাদ্যের উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মতিয়ার রহমান। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অটিজম অভিভাবক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক নাহিদ সুলতানা, অটিজম রাশেদুল হাসান আবির। এসময় এনডিপি‘র উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, দ্বীপ সেতু প্রতিনিধি শহিদুল ইসলাম বাবু, এমডিও প্রতিনিধি ইকবাল হোসেন রুবেল, মল্লিকা মহিলা উন্নয়ণ সংস্থার প্রতিনিধি মোঃ আরশাদ হোসেন উপস্থিত ছিলেন।

ক্যাপশন: সিরাজগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

আরও খবর

Sponsered content

Powered by