রাজশাহী

সিরাজগঞ্জে ৩দিন ব্যাপী
কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৩ , ১:৩২:৫৬ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)এস.এম রাকিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিশু আকতার এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউদ্দিন মুন্সি। এসময় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শামিমা ইয়াসমিন রিমা, আওয়ামীলীগ নেতা মজনুর রহমান, আব্দুর রাজ্জাক, আল আমিন তালুকদারসহ উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকগণ এবং সুধিজনেরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না নিজ হাতে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

আরও খবর

Sponsered content

Powered by