বাংলাদেশ

সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২১ জুন ২০২২ , ৩:৪১:৪৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে আজ মঙ্গলবার (২১ জুন) পৌনে ১০টার দিকে হেলিকপ্টারে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

জেলা সার্কিট হাউজে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে আজ মঙ্গলবার সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা দেন তিনি।

গত ১৫ থেকে ১৭ জুন ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।

আরও খবর

Sponsered content

Powered by