চট্টগ্রাম

সীতাকুণ্ডে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সন্মেলন

  প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ৭:১৬:০৮ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড (চট্টগ্রাম) :

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্যাতন, জায়গা দখলসহ সামাজিকভাবে অপপ্রচারের প্রতিবাদে নিজ বড় সন্তানের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন রশিদা বেগম নামে এক নারী। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের হল রুমে উক্ত সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বোয়ালিকুল এলাকার মৃত শাহ আলমের স্ত্রী বৃদ্ধা রশিদা বেগম জানান, আমার ৪ ছেলে ৪ কন্যার মধ্যে বড় ছেলে মোঃ নবী (৪৮) খুবি বেপরোয়া, তার কার্যকলাপে সামাজিকভাবে আমি ও প্রতিবেশিরা খুবই অতিষ্ঠ। সে তার ঘরের বাহিরের অংশে ইটের গাতুনী (ডেইলা) দিয়ে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমি তাকে বার বার নিষেধ করার পরও আমার কথা না শুনে উল্টো গালমন্দ করছে। এব্যাপারে থানায় অভিযোগ দিয়েও কোন ফল পাইনি। আমি ঘরের বাহিরের অংশ ভেঙে ফেলতে বললে সে জানে মেরে ফেলার হুমকি দেয়। গত কয়েকদিন আগে আমি এবং আমার বাকী তিন ছেলে মিলে ঘরের ওই বাহিরের অংশ ভেঙে দিয়ে চলাচলের রাস্তা তৈরী করে দেয়। এরপর থেকে আমার বড় ছেলে নবী আমাকে নানা ধরনের হুমকি ধমকি দিতে থাকে এবং আমি ও আমার অন্য তিন ছেলের বিরুদ্ধে চট্টগ্রাম চীপ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানে আমরা তার ভয়ে বেশ আতঙ্কের মধ্যে দিনযাপন করিতেছি। এব্যাপারে সংবাদ সন্মেলনের মাধ্যমে আইনগত সহায়তা পেতে আকুল আবেদন জানাচ্ছি। এদিকে অভিযুক্ত মোঃ নুর নবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ঘরটা করেছি ১০ বছর আগে। ঘরের সামনের অংশও তখন করা। ওই সময়ে কেউ বাঁধা দেয়নি। আমিওতো একই পিতার সন্তান। তাহলে এত বছর পর কেন আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ। আমার অপর তিন ভাইয়ের মিথ্যা প্ররোচনায় আমার মা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রশিদা বেগমের ছেলে নুর মোহাম্মদ, মোঃ বেলাল, মেয়ে ডেইজি আক্তার, নাতি জাহিদুল হাসান, ভাসুর মহরম আলী, ভাসুর পুত্র মোঃ লিটন, মোঃ রুবেল প্রমুখ। 

আরও খবর

Sponsered content

Powered by