চট্টগ্রাম

সীতাকুণ্ডে রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে ৮টি সড়ক চলাচলের জন্য ব্যয়

  প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ৭:০০:৩৩ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড, চট্টগ্রাম :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে ৮টি  সড়কের নির্মাণ কাজ শেষে শনিবার দুপুরে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। জানা যায়, সীতাকুণ্ড উপজেলা রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে বরাদ্দকৃত ৮টি সড়কের উন্নয়ন প্রকল্পে ব্যয়ে হয়েছে ১ কোটি ১৬ লক্ষ টাকা। কাজ শেষে এর উদ্বোধন করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সড়কগুলো হচ্ছে আমির হেসেন সড়ক, জেলেপাড়া আর সি সি ঢালায় দ্বারা উন্নয়ন, আলী চৌধুরী পাড়া সড়ক, হাতিলোটা সড়ক, আম্বিয়া সড়ক, আমির হেসেন ঢালায় সড়ক, বায়তুল আমান জামে মসজিদ সড়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, তাজুল ইসলাম নিজামী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন সুজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, এড.ভবতোষ নাথ, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুস সালাম,

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসীম, পৌর কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদ, ভাটিয়ারী ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ফারুক চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by