আন্তর্জাতিক

সীমান্তে চীন ও পাকিস্তানের সেনা মোতায়েন, ভারতও প্রস্তুত

  প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ৯:০১:৩৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক: লাদাখে বেড়েই চলেছে চীন-ভারত উত্তেজনা। এ অবস্থায় চীন পূর্ব লাদাখ সীমান্তে ২০ হাজার সেনা মোতায়েন করেছে। অন্যদিকে পাকিস্তান জম্মু-কাশ্মীর সীমানায় ২০ হাজার সেনা মোতায়েন করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ভারত পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে নয়াদিল্লি। দফায় দফায় সামরিক ও কুটনৈতিক বৈঠকেও কাটেনি সঙ্কট তাদের।

পূর্ব লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের পাশে অন্তত ২০ হাজার চীনা সেনা মোতায়েনের খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারী অস্ত্রসহ ১০ থেকে ১২ হাজার সেনা রয়েছে জিনজিয়ানে। প্রয়োজনে ৪৮ ঘণ্টার মধ্যে সীমান্তে পৌঁছাবে তারা। তিব্বতে বেইজিংয়ের আরো ২০ হাজার সেনা রয়েছে।

ভারতের শীর্ষ কর্মকর্তা জানান, ভারতের সীমান্তের কাছাকাছি অবস্থান করা চীনা সামরিক বাহিনীকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। গেলো ৬ সপ্তাহ ধরে বেইজিংয়ের সঙ্গে আলোচনা হচ্ছে কোনো ফল আসেনি। এ অবস্থায় ২ ডিভিশন সেনা মোতায়েন করেছে ভারত। ট্যাংকসহ অন্যান্য সমরাস্ত্র মোতায়েনের পাশাপাশি টহল দিচ্ছে ভারতীয় বিমান।

এদিকে করাচিতে স্টক একচেঞ্জে হামলার জন্য ভারতকে দায়ী করে জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে ২০ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান। এর মধ্যেই ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন আল বদরের চীনের আলোচনার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। ভারতের শীর্ষ কর্মকর্তা বলেন, আল বদরকে পুনরুজ্জীবত করার জন্য চীন সহায়তা করছে। আমাদের ধারণা, চীন পাকিস্তান মিলে স্থল হামলার পরিকল্পনা তাদের।

আরও খবর

Sponsered content

Powered by