রাজশাহী

সুজানগগরে ভিক্ষুকরা পেল উপজেলা পরিষদের সরকারি গাছের আম

  প্রতিনিধি ১ জুন ২০২৩ , ৮:৪৮:২৪ প্রিন্ট সংস্করণ


সুজানগর (পাবনা) প্রতিনিধি :

ভিক্ষুকদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে পাবনার সুজানগর উপজেলা পরিষদের সরকারি গাছের আম। একই সাথে ভিক্ষুকেরা পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের পক্ষ থেকে দেয়া নগদ অর্থ সহায়তা। প্রতি বছর সরকারি গাছের এ সকল ফল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালীরা খেলেও এবারই প্রথম ভিক্ষুক ও হত দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হলো। উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার প্রত্যেক ভিক্ষুকের মাঝে পাঁচ কেজি করে এ আম ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা ও ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের ভিক্ষুক মোছা. খুশি খাতুন বলেন, আমরা হতদরিদ্র মানুষ, ভালমানের আম খাওয়ার সৌভাগ্য আমাদের কখনো হয়নি । উপজেলা চেয়ারম্যান ও ইউএনও স্যার আমাদের সেই আশা পূরণ করেছেন। গোপালপুর গ্রামের ৭৭ বছর বয়সী অপর ভিক্ষুক হাজেরা খাতুন আম ও নগদ অর্থ পেয়ে বলেন, আমরা তো কখনোই ভাবিনি ইউএনও স্যার আমাদেরকে ডেকে এনে এভাবে সম্মানিত করবেন। অন্য অফিসারেরাও যেন এমন মানুষ হয়। আল্লাহ যেন ইউএনও স্যারের নেক হায়াত দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একথা মনে করতেন যে, সরকারি কর্মচারিরা যেন প্রত্যেক সেবাগ্রহীতাকে নিজেদের বাবা, চাচা বা আত্মীয় ভাবেন। তবেই সঠিক সেবা নিশ্চিত হবে। প্রকৃতপক্ষে সরকারের পাশাপাশি সমাজের সকল সচেতন মহল এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায়, দুঃস্থ ও পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীর কষ্ট লাঘব হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, উপজেলা পরিষদের সরকারি জায়গায় বেশকিছু আম-কাঁঠালের গাছ আছে। এখন থেকে প্রতিবছর এসকল ফল সংগ্রহ করে তা অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।

Powered by