রাজশাহী

সুজানগরে ভর্তুকিতে ধান কাটার মেশিন পেল কৃষক

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২১ , ৬:৪০:০১ প্রিন্ট সংস্করণ

সুজানগর (পাবনা) প্রতিনিধি :

সুজানগরে চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট দূর করতে কৃষকের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন (ধান কাটার মেশিন) বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২০-২১ অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সুজানগর উপজেলার মানিকদীর গ্রামের কৃষক কাশেম আলীকে এ কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক এ যন্ত্রের চাবি ওই কৃষকের হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ।

উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by