রাজশাহী

সুন্দরগঞ্জে হ্যান্ডওয়াশ কর্নার ও মিনার উদ্বোধন

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ৬:৪০:৪৮ প্রিন্ট সংস্করণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার ও কোমলমতি শিক্ষার্থীদের করোনা পরবর্তীতে ঝুঁকিমুক্ত স্বাস্থ্য নিশ্চিতকরণে ২৫৯টি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হ্যান্ডওয়াশ কর্নার একযোগে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উদ্বোধন উপলক্ষে উপজেলার বেকাটারী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.কে. এম হারুন-উর-রশিদ। বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, সহকারি জনস্বাস্থ প্রকৌশলী খোকন রানা, সাংবাদিক শাহ মো. রেদওয়ানুর রহমান, প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, গোলাম রব্বানী, খায়রুল ইসলাম খাজা, প্রধান শিক্ষক সমিতির উপজেলা সভাপতি জিয়াউর রহমান ও শিউলি রানী সরকার প্রমুখ। আলোচনা শেষে ফিতা কেটে একযোগে নির্মিত ৭১টি শহীদ মিনার ও হ্যান্ডওয়াশ কর্নারের উদ্বোধন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by