খুলনা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলে আটক

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৮:০৭:৫৮ প্রিন্ট সংস্করণ

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে দুই বোতল কিটনাশক ও একটি ট্রলার জব্দ করা হয়। বুধবার (৭সেপ্টেম্বর) দুপুরে নিয়মিত টহল দেয়ার সময় বন বিভাগের ডুমুরিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা তাদের আটক করে।

শরনখোলা রেঞ্জের বগী ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, তার আওতাধীন ডুমুরিয়া ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুন্দরবনের মান্দারগাছিয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে এগিয়ে যায়। এসময় তিন ব্যক্তিকে খালে বিষ দিয়ে মাছ ধরা অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। আটকৃতরা হচ্ছে, মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের আলী আজিম খানের পুত্র শাহজালাল খান (২৮), মোঃ নুর হাকিম হাওলাদারের পুত্র নিরু হাওলাদার (৩৫) ও মিজান হাওলাদারে পুত্র আরিফ হাওলাদার (২০)। এব্যপারে বন আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরন করা হবে বলে তিনি জানান।

 

আরও খবর

Sponsered content

Powered by