দেশজুড়ে

সেনাবাহিনী: সীতাকুণ্ডে ডিপোর আগুন নিয়ন্ত্রণে

  প্রতিনিধি ৭ জুন ২০২২ , ৬:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

“বাংলাদেশ সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে। ডিপোতে নতুন করে কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই বলে জানিয়েছে সেনাবাহিনী”

ডিপোতে নতুন করে কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই বলে জানিয়েছে সেনাবাহিনী..

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টার দিকে ডিপোর ফটকে আগুন লাগার প্রায় ৬২ ঘণ্টা পর সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন আরিফুল ইসলাম।

তিনি জানান, ডিপোতে নতুন করে কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, “এখন আমরা ক্ষয়ক্ষতি ও দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে। কিছু কন্টেইনার ডিপোতে এলোমেলোভাবে পড়ে আছে। কিছু রাসায়নিক কন্টেইনার শনাক্ত করা হয়েছে।”

ডিপোতে ভয়াবহ আগুন-বিস্ফোরণের ঘটনায় গত রবিবার থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করে আসছে সেনাবাহিনী।

গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর রাসায়নিক পণ্যবোঝাই কন্টেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। এতে এখন পর্যন্ত ৪১ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইতোমধ্যে ছয়টি কমিটি গঠন করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by