রংপুর

সৈয়দপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রিকালে ২ কসাই আটক

  প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ৮:০৩:৫৯ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর সংলগ্ন ঢেলাপীর হাটে অসুস্থ গাং জবাই করে মাংস বিক্রির সময় ২ কসাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে আদায় করা হয় ২০ হাজার টাকা জরিমানা। একই সাথে জব্দকৃত ৮৪ কেজি মাংস মাটিতে পুতে ফেলে নষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ ঘটনায় আটক ২ কসাই হলেন উত্তরা আবাসনের একরামুলের ছেলে এনামুল (৩৫) ও সাবের আলীর ছেলে শামীম (২৯)। জানা যায়, ওই ২ কসাই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী কুঠিপাড়ার আজিজের কাছ থেকে একটি অসুস্থ গরু ক্রয় করে পিকআপে করে আবাসন এলাকায় এনে গোপনে জবাই করে। আজিজের গরুটি ২ দিন আগে বাচ্চা প্রসব করে অসুস্থ হয়ে যায়। যে কোনো সময় গরুটি মারা যেতে পারে এ আশঙ্কায় বিক্রি করে দেয়। সেই গরুর মাংস ঢেলাপীর হাটে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ২ কসাইকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পান। এতে কসাইদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা এবং গরুর মাংস জব্দ করেন। পরে জব্দকৃত মাংস মাটিতে পুতে ফেলে নষ্ট করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by