খেলাধুলা

স্থায়ী হবে ক্রিকেটার রুবেলের কবর: মেয়র আতিক

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ৫:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় দলের প্রয়াত সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থানকালে রবিবার তিনি ডিএনসিসির সংশ্নিষ্ট বিভাগকে এই নির্দেশ দিয়েছেন। ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসি জানায়, মোশাররফ রুবেলের মৃত্যুর পর তার স্ত্রী চৈতি ফারহানা স্বামীর কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সংবাদ মাধ্যমে মেয়রের প্রতি অনুরোধ করায় তিনি এই নির্দেশ দিয়েছেন।

মেয়র আতিক ডিএনসিসি কর্মকর্তাদের বলেছেন, মোশাররফ রুবেল দেশের জন্য খেলেছেন। তার অবদান দেশকে গর্বিত করেছে। সে কারণে তার কবরটি স্থায়ী করা আমাদের দায়িত্ব। যিনি দেশের জন্য সুনাম কুড়িয়েছেন তিনি এক টুকরো মাটি পাবেন না, তা হতে পারে না।

আরও খবর

Sponsered content

Powered by