ঢাকা

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৬:১০:৪৯ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

স্বদেশ প্রত্যাবর্তনের ৫০তম বার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, হুইপ আবু সাঈদ খান মাহমুদ স্বপন, শেখ সারহান নাসের তন্ময় এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, বাংলাদেশ আ. লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ‍্য সম্পাদক মো. সিদ্দিকুর রমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক এম বদরুল আলম, সদস্য শেখ মোত্তাহিদুর রহমান শিরু, টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম সহ স্থানীয় আ. লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে টুঙ্গিপাড়ায় জেলা পরিষদ মিলনায়তনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় শীতবস্ত্র বিতরন করেন। এ সময় শীতার্তদের জন‍্য এক হাজার কম্বল দেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তনের মাধ‍্যমে স্বাধীনতা পূর্ণতা পায়। তিনি বলেন, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর জন্মভূমি। আমরা টুঙ্গিপাড়াবাসীর কাছে ঋণী। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন জাতিসত্বার পরিচয় দিয়েছেন। সমগ্র দেশবাসী টুঙ্গিপাড়াকে শ্রদ্ধা ও ভালবাসার চোখে দেখে। যারা আমরা টুঙ্গিপাড়ায় আসি; তারা সাহসী ও অনুপ্রানিত হই।

আরও খবর

Sponsered content

Powered by