বরিশাল

স্বরূপকাঠিতে ২ দিন ব্যাপী কৃষক কৃষানীদের প্রশিক্ষনের উদ্বোধন

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৫:২৫:০৪ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠিতে ২০২০-২১ অর্থবছরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষানীদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

 

রবিবার সকালে উপজেলা বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, স্বরূপকাঠি উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় হালদার ও উপ সহকারি কৃষি কর্মকর্তা রথিন ঘরামী প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক কৃষানীকে নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা (বেগুন, করলা, লাই, মিষ্টি কুমড়া) এবং বসত বাড়িতে ফল বাগান স্থাপন ও ব্যবস্থাপনা প্রযুক্তি (আম মাল্টা) চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by