ঢাকা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শ্রদ্ধা

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১ , ৭:১১:০৬ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকারের নেতৃত্বে সহকারী প্রকৌশলী আ.স.ম. জুলফিকার হোসেন সহ অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সমন্বয়ে এক প্রভাত ফেরি নিয়ে শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতি ফলকের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিকালে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ কন্ঠে উচ্চারিত শপথ বাক্যে একাত্মতা ঘোষণা করে সকলে আদর্শ দেশ গড়ার শপথ নেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by