দেশজুড়ে

হাটহাজারীতে একদিনেই ৩৪ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৪:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী প্রতিনিধি: হঠাৎ করেই হাটহাজারীতে বাড়তে শুরু করেছে করোনা প্রকোপ। গত ৩ দিনেই হাটহাজারীতে করোনা শনাক্তের সংখ্যা ৬১ জন। এর মধ্যে ৩০ মে নতুন করে যুক্ত হয়েছে ৩৪ জন। ফলে হাটহাজারীতে মোট করোনা শনাক্তের পরিমাণ দাড়িয়েছে ১২১ জনে। ফলাফল বিচারের দেখা যায় এ পর্যন্ত করোনা শনাক্তের অর্ধ-শতাংশ করোনা শনাক্ত হয়েছে গত ৩ দিনে। চট্টগ্রাম জেলায় উপজেলা ভিত্তিক করোনার নতুন হটস্পটে পরিণত হয়েছে হাটহাজারী।

জানা যায়, ৩০ মে এর ফলাফলে হাটহাজারীতে নতুন করে ৩৪ জন করোনা শনাক্ত হয়। যার মধ্যে হাটহাজারী থানা পুলিশের ৩৬ বছর বয়সী ১জন এবং ৩৫ বছর বয়সী ১জন, ইউএনও অফিসের ৩৮ বছর বয়সী ১জন, ইউএনও অফিসের ৩৮ বছর বয়সী ১জন, আবুল কাশেম বিল্ডিং কামাল পাড়া পৌরসদর ৩৬ বছর বয়সী ১জন, ফতেপুর মহরম বাড়ী ৫৬ বছর বয়সী ১ জন, পশ্চিম মেখল ফকিরহাট ১জন, ছিপাতলী ৯নং ওর্য়াড ১জন, আমানবাজার ৫০ বছর বয়সী ১জন, আমানবাজার ২২ বছর বয়সী ১জন, লালখান বাজার ৪৮ বছর বয়সী ১জন, আলীপুর ৪ নং ওয়ার্ড ৫৫ বছর বয়সী ১জন , ৪০ বছর বয়সী ১জন, ৮ বছর বয়সী ১জন এবং ৫ বছর বয়সী ১জন, জেবল হোসাইন খন্দকার বাড়ীর ৪৮ বছর বয়সী ১জন এবং ১৬ বছর বয়সী ১জন, হাটহাজারী বাসষ্টান্ড এম আলম গ্যাস পাম্প ২২ বছর বয়সী ১জন, আলমপুর ৭ নং ওয়ার্ড ২৯ বছর বয়সী ১জন, সোনালী ব্যাংক ৫৬ বছর বয়সী ১জন, ৫৮ বছর বয়সী ১জন, ৩০ বছর বয়সী ১ জন এবং ২১বছর বয়সী ১জন, বানিয়া পুকুর নজুমিয়াহাট ৭ নং ওর্র্য়াড ২৬ বছর বয়সী ১জন এবং ২১ বছর বয়সী ১জন, আলমপুর ৬২ বছর বয়সী ১জন, চিকনদন্ডী খন্দকিয়া ১২ নং ওয়ার্ড ১৬ বছর বয়সী ১জন, দেওয়ান নগর শায়েস্তাখাপাড়া ৩৫ বছর বয়সী ১জন, নজুমিয়া হাট বাতুয়া ২ সহোদর ১জন ৫১ বছর বয়সী আরেকজন ৪৭ বছর বয়সী, মির্জাপুর ভেলোয়ার পাড়া ১জন, ট্রাফিক পুলিশ ১জন,হাটাহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ১জন ও দেওয়ান নগর ১জন।

৩০ মে নতুন করে ৩৪ জন করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন বলেন, সাধারণ মানুষের অসাবধানতার ফলে করোনার সংখ্যা দিন দিন বাড়ছে। এসময় করোনা থেকে রেহাই পেতে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by