দেশজুড়ে

হাটহাজারীতে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৪:১৯:৩৮ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে টিসিবির পণ্য বিক্রির দায়ে এক মুদি দোকানীকে ১০,০০০ টাকা জরিমানা করেছে। সেই সাথে উক্ত দোকাদারকে প্রথমবারের মত সর্তক করে দেওয়া হয়। অভিযানে উদ্ধারকৃত টিসিবি পণ্য (৭০ লিটার সয়াবিন তেল) গরিব এবং অসহায়দের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। আজ রবিবার (১৯ এপ্রিল) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় বিসমিল্লাহ ষ্টোর নামে একটি মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনা মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের জানান, টিসিবির পণ্য বিক্রয় দন্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকান্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলার প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে। তিনি এসময় দুষ্কৃতিকারীদের সর্তক করে বলেন, যারা মনে করছেন প্রশাসন করোনা নিয়ে ব্যস্ত আর এ সুযোগে আপনারা অপকর্ম চালিয়ে যাবেন তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উপজেলার প্রশাসনের বিচরণ রয়েছে। তাই এ ব্যাপারে তিনি সবাইকে আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন ।

আরও খবর

Sponsered content

Powered by