দেশজুড়ে

হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জরুরি মিটিং

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৭:০০:৪২ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্রগ্রাম) প্রতিনিধি :

আজ রবিবার (১১ এপ্রিল) চট্টগ্রামস্থ হাটহাজারী মাদরাসা মিলনায়তনে হেফাজতের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিং সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।
পরে হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং কালে বলেন-
*মামুনুল হকের বিষয় উনার ব্যক্তিগত, এ নিয়ে আমাদের কোন সিদ্ধান্ত নাই।
*সারাদেশে হেফাজত নেতৃবৃন্দ এবং সাধারণ মুসলিমদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
*গণ গ্রেফতার ও হয়রানী বন্ধ করে আসন্ন রমজানে মুসল্লিদের সুষ্ঠুভাবে ইবাদতের সুযোগ দিতে হবে।
* সারাদেশের ওলামায়েকেরাম, পীর মাশায়েখদের নিয়ে হাটহাজারী মাদরাসায় ২৯ শে মে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।
* ঘোষিত লকডাউনে মাদরাসা তথা হেফজখানা বন্ধ না করে চালুর অনুমতি দিতে হবে।
সারাদেশে মসজিদসমূহে তারাবিহ, এ’তেকা’ফ ও জামাত যেন সংকুচিত করা না হয়।
তিনি আরো বলেন, স্বাধীনতা দিবসের দিন গত ২৬শে মার্চ হেফাজতের কোনো কর্মসূচি ছিলোনা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে তৌহিদী জনতা রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ করলে পুলিশ তাদের মারপিট এমনকি গুলি করে।
এতে ক্ষিপ্ত হয়ে হাটহাজারীতে মিছিল করে তৌহিদী জনতা ও ছাত্ররা। পুলিশ এতে নির্বিচারে গুলি চালিয়ে ৪জনকে হত্যা করে। এতে বিক্ষুদ্ধ জনতা সরকারি কিছু স্থাপনা ভাংচুর করে।
হেফাজত আমির আরো বলেন- আমরা সরকারি-বেসরকারি যেকোনো ধরনের জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্বক কাজের বিরোধী। তারপরও যদি থানা বা সরকারি স্থাপনা ভাংচুরও হয়, তাদের সরাতে পুলিশ রাবার বুলেট বা গ্যাস ছোড়ে ছত্রভঙ্গ করতে পারতো” গুলি চালালো কেনো? নিশ্চয়ই হত্যার উদ্দেশ্যে”  তা মেনে নেয়া যায় না।
তৌহিদী জনতা হত্যার প্রতিবাদ জানিয়ে দোয়া দিবস ও হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। যা শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
দীর্ঘ এই বৈঠকে অংশ নেন- হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ সভাপতি খোরশেদ আলম কাসেমি, সালাহউদ্দিন নানুপুরী, মাও. আব্দুল আওয়াল, মাও. তাজুল ইসলাম পির সাহেব ফিরোজ শাহ্, অর্থ সম্পাদক মুফতি মুনির হুসাইন কাসেমী, মাও. শোয়াইব জমিরী, মাও. ওমর মেখলী, মাও. আতাউল্লাহ্ আমিন, মাও. ফয়সাল আহমদ, ইলিয়াস হামিদী।
যুগ্ন সম্পাদক- নাছির উদ্দীন মুনির, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জুনায়েদ আল হাবিব, যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসাইন রাজি, মাও. জসিম উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদি, প্রচার সম্পাদক মাও. জাকারিয়া নোমান ফয়েজী, সহ সাংগঠনিক সম্পাদক মীর ইদরিস, সহ অর্থ সম্পাদক আহসান উল্লাহ্, জুনাইদ বিন ইয়াহইয়া প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by