দেশজুড়ে

হালদায় ৩২০০ মিটার ঘেরা জাল জব্দ

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২১ , ৭:৪২:০৭ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় মৎস শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ২টা পর্যন্ত ও শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলমের নেতৃত্বে গড়দুয়ারা, নাপিতের ঘাট ও আমতুয়া এলাকা থেকে এসময় ৩২০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়। অভিযানকালে মৎস শিকারীদের কাউকে পাওয়া যায়নি।
অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ, আইডিএফ ও সেচ্ছাসেবীগণ’ সহ গড়দুয়ারা’র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রাম পুলিশ।
মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় নিয়মিত কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলম।

আরও খবর

Sponsered content

Powered by