রংপুর

হিলিতে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের ময়লা-আবর্জনা পরিস্কার

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৫:৫৪:৩৬ প্রিন্ট সংস্করণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : আগামী ১১ ডিসেম্বর দিনাজপুরের হিলি মুক্ত দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘সম্মুখ সমরে’ জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়েছে। স্থানীয় হাকিমপুর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেন। ১৯৭১ সালের ওইদিনে হিলি শক্রমুক্ত করতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে অংশ নেন। এসময় মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীর ৩৫৭ জন সদস্য নিহত হন। এরপর থেকে ১১ই ডিসেম্বর হিলি মুক্ত দিবস উদযাপন করে আসছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সহ স্থানীয়রা।
এদিকে হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি সোহাগ সরকার বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হিলির সম্মুখ সমরটি বৃহস্পতিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের তাৎপর্য তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করি।

আরও খবর

Sponsered content

Powered by