রাজশাহী

হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৩ , ১:০৭:৩১ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ১২ মার্চ ২০২৩ সকালে ১০ টায় হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুলতাল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল­াত মুন্না।

কোরআন তেলাওয়াত,জাতীয় সংগীত ও পিটি-প্যারেড এবং ডিসপ্লে মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল­াহ,পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) শামীম আরা। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের ফারুক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আহসান হাবিব খোকা, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর ৩ নং ওয়ার্ড ও প্যানেল মেয়র২ রিয়াদ রহমান,সিনিয়র শিক্ষক সাগর কুমার সরকার,প্রাক্তন শিক্ষক আব্দুল ওয়াহাবসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মনিরা খাতুন মিথিলা ও মুর্শিদা। অনুষ্ঠান শেষে জিপিএ ৫ প্রাপ্ত ২১ জন ছাত্রীদের কে বিশেষ সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by