চট্টগ্রাম

হোমনায় টমেটোর বাম্পার ফলন, তবু কৃষকের মাথায় হাত

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২১ , ৮:১৩:৫০ প্রিন্ট সংস্করণ

হোমনা (কুমিল্লা):

সারা দেশেই টমেটো আর আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ন্যায্য দাম না পেয়ে দিশেহারা কৃষক। কুমিল্লার হোমনায় বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় টমেটোর দাম নিয়ে কৃষকের আহাজারি। শত শত মন টমেটো কৃষক মাথায় করে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে বাজারে নিয়ে যাচ্ছে।

কিন্তু ২ থেকে ৩ টাকা কেজি বিক্রি করে পরিবহন খরচই আসেনা। দাম কম হওয়াতে অনেকে তাদের জমিতেই ফেলে নষ্ট করছে তাদের ফসল।

অথচ কয়েক মাস আগেও আমদানিকৃত টমেটো আমাদের কিনতে হয়েছে ৮০/১০০ টাকা দিয়ে। এদিকে আলুর দামও ১০ টাকা করে চলছে।

এভাবে দিনে দিনে কৃষকের লোকসান হলে হয়তবা কৃষি বিমুখ হয়ে পরবে পরবর্তী প্রজন্ম যা আমাদেরকে পরনির্ভরশীল করে দিবে।

 

আরও খবর

Sponsered content

Powered by