ঢাকা

১৬ তারিখ খেলা হবে, বললেন তৈমূর

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ৫:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

শামিম ওসমানের সেই আলোচিত স্লোগান ‘খেলা হবে’ পশ্চিমবঙ্গের নির্বাচনের পর এবার নারায়ণগঞ্জের নির্বাচনে ব্যবহার করা হয়েছে। নাসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের হাতি মার্কার পক্ষে গণসংযোগের সময় তার কর্মী সমর্থকরা ‘খেলা হবে’ স্লোগানে গান বাজিয়ে শো-ডাউন করেন এবং নেচে গেয়ে ভোট চান।

বুধবার (১২ জানুয়ারি) সকাল হাজার হাজার নগরবাসীকে সঙ্গে নিয়ে নগরীর খানপুর থেকে প্রধান প্রধান সড়ক ঘুরে এ গণসংযোগ হয়। এ সময় নারী পুরুষ, তরুণ, যুবক, বৃদ্ধ সকলে নেচে গেলে মিছিল করে হাতি মার্কার পক্ষে ভোট চান।

নির্বাচনের প্রচারণার অংশ নেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, নাগরিক সামাজিক নানা সংগঠনের নেতারা।

প্রচারণার এক পর্যায়ে এতে যুক্ত হন শিল্পী আসিফ আকবর। এ ছাড়া কয়েক হাজার মানুষও এতে অংশ নেন।

প্রচারণার সময় স্লোগান শোনা যায়, ‘১৬ তারিখ খেলা হবে, নৌকা ডুবে হাতি যাবে’।

আরও খবর

Sponsered content

Powered by