বাংলাদেশ

৯ আগস্ট থেকে ভিসা দেবে মিশর দূতাবাস

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ১২:১৯:১৬ প্রিন্ট সংস্করণ

আগামী ৯ আগস্ট থেকে ঢাকার মিশরীয় দূতাবাস পুনরায় ভিসা দেওয়া শুরু করবে। তবে ভিসা নেওয়ার জন্য আবেদনকারীকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

রোববার (২৬ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভিসা আবেদনকারীদের দূতাবাসের ফেসবুক বা ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অ্যাপয়েন্টমেন্টের জন্য ভ্রমণের উদ্দেশ্য এবং সমস্ত সহায়ক নথি (পাসপোর্টের অনুলিপি, ব্যাংকের বিবৃতি, কোন ফ্লাইটের যাত্রী ইত্যাদি) দিতে হবে। শিক্ষার্থী ভিসা, ব্যবসা ভিসা বা কোন জরুরি ভিসার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে।

করোনা ভাইরাসের প্রেক্ষিতে ঢাকার মিশর দূতাবাসের ভিসা সেবা দীর্ঘ দিন বন্ধ রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by