প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৫:৩০:০৯ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, রাজৈর ১২ জন এবং শিবচর ৫ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭৩৮ জন।
গত ২৭ তারিখে করোনা উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেন তার রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা ১১ জন হলো। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৮৬ জন।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (২৯ জুন) নতুন করে ২৯ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, রাজৈর ১২ জন এবং শিবচর ৫ জন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭৩৮ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন ১৯৯টি নমুনা পরীক্ষার ফলাফল প্রাপ্ত হয়েছে। জেলায় মোট নমুনা প্রেরণ করা হয়েছে ৫৭৩২টি এবং মোট ফলাফল প্রাপ্ত হয়েছে ৫০৭৬টি। চিকিৎসাধীন রয়েছেন ৪১৩ জন। এর মধ্যে সদর হাসপাতাল আইসোলেশেন রয়েছেন ৩৩ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৩৮০ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে পাঠানো প্রক্রিয়াধীন। গত ২১ ও ২২ জুন তারিখের সংগ্রহকৃত নমুনার আংশিক ফলাফল আজ প্রাপ্ত হয়েছে।