ঢাকা

রূপগঞ্জে বেশি দামে চাল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২২ , ৬:৫০:৩৬ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরবাজারে দুটি চাউলের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে চাল বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

তিনি জানান, বেশী মুল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় মুল্যের রশিদ দেখাতে না পারায় এবং প্রদর্শিত মুল্য তালিকার চেয়ে বেশী মুল্যে চাল বিক্রি করা এবং মুল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করার অপরাধে মেসার্স শফিকুল রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা, এবং মেসার্স যুগল টেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এসময় ক্যাব ‍ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন ।

আরও খবর

Sponsered content

চট্টগ্রাম মহানগর যুবদলের রোডমার্চ

চট্টগ্রাম মহানগর যুবদলের রোডমার্চ

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহার মৃত্যুর পর ৩ জনের সঙ্গে ফোনে কথা বলেন তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত। এরমধ্যে ওসি ও এসপিও রয়েছে। হত্যার বিষয়ে কথা হলেও মাদক বা অস্ত্র উদ্ধারের কোন তথ্য ফোনালাপে পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আনা হবে আইনের আওতায়। টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা নিহত হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। জানা গেছে, ৩১ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত তার ব্যক্তিগত মোবাইল থেকে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপের অফিসিয়াল নম্বরে ফোন করেন। তিন মিনিট কথা বলেন তারা। এরপর ৯ টা ৩৩ মিনিটে মালখানার ইনচার্জ কনস্টেবল আরিফের ব্যক্তিগত নম্বরে ফোন করেন। তার সাথে ১ মিনিট কথা বলেন। এরপর ৯টা ৩৪ মিনিটে কক্সবাজারের পুলিশ সুপারের ব্যক্তিগত নম্বরে ফোন করেন লিয়াকত। সেখানে তাদের কথা হয় তিন মিনিট। কথোপকথনে লিয়াকত ঘটনা সম্পর্কে এসপিকে জানান। কিন্তু সেখানে মাদক ও অস্ত্র পাওয়ার কোন কথা উল্লেখ করেননি। এরপর ওসি প্রদীপ কুমার দাসের সাথে কথা হয় এসপির। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত হচ্ছে। ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসপির নাম যদি আসে আমরা দেখবো, যার নাম আসে দেখবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দিবেন না।’ তিনি আরো বলেন, ‘সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনা তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তদন্তের মধ্যে যারা দোষী সাব্যস্ত হবেন কিংবা যারা দোষ করেছেন বলে প্রমাণিত হবে তাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী তাদের তাদের বিচার করা হবে।’ গত ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা।

এপ্রিলের পুরো বেতন পাবেন না বন্ধ কারখানার শ্রমিকরা

শাল্লার ঘটনা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ: ড. হাছান মাহমুদ

সারা দেশে অভিযান চালাবে পুলিশ

বিধিনিষেধ মানাতে রাস্তায় মাইকে প্রচারে ওসি, গান ও কবিতার মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা

Powered by