চট্টগ্রাম

অগ্নিকান্ডে বোয়ালখালীতে বসতঘর ক্ষতিগ্রস্থ

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৪:৫৭:১৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। রোববার (২১ মে) সকাল ১১ টার দিকে বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী ডুলার বাড়ির মো.জাফরের বসতঘরে এই আগুন লাগার ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ এনামুল হক ভূঁইয়া জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি গাড়ী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার উৎস সম্পর্কে নিশ্চিত না হলেও বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে এ মুহুর্তে বলা যাচ্ছে না।