প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৪:৪৪ প্রিন্ট সংস্করণ
অপারেশন ডেবিল হান্টের অভিযানে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার বিকেল ও আজ বুধবার দুপুর পর্যন্ত ৩ জন নাশকতা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিন টা থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার আসামীরা হলেন- কালীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যম গুনাগরির মৃত হোসেনুজ্জামানের পুত্র মো. হেলাল (৩২), বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সদস্য, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও ইউপির বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি (৪৮), পুঁইছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পুইছড়ি মিয়ার বাড়ী মৃত নুরুল আলম চৌধুরীর পুত্র ফরহাদুল আলম (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদে অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভা এলাকা হতে রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি কে সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এদের বিরোদ্ধে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।’
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করেছে। আজকে বুধবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা মামলার আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’