প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ৭:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে উগ্রবাদী ইসকন সদস্যদের হাতে নির্মম ভাবে নিহত রাষ্ট্র পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা।
২৭ নভেম্বর ২০২৪ ইং (বুধবার) সকালে গুরুদয়াল সরকারী কলেজ চত্বরে শহীদ ম্সৃতিসৌধের সামনে বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন এর নেতা সমর্থক দের শ্লোগানে মূখরিত বিক্ষোভ সমাবেশে রাষ্ট্র কে অবিলম্বে এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন কিশোরগন্জ জেলা শাখার সঞ্চালক ছাত্র প্রতিনিধি মো. ফয়সাল প্রিন্স, বাজার উপদেষ্টা মো. মামুন মিয়া, মো. ছাদেকুল ইসলাম রিফাত, মাহমুদুল কাদের জয়, উমর আব্দুল্লাহ প্রমুখ। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মী রা উপস্থিত ছিলেন।