প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ৬:৩৬:৩৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের নগরীর আকবরশাহ থানাধীন বাংলা বাজার এলাকায় বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। রবিবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টোল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মো. জামাল (৩৪)। তিনি একই এলাকার মো. বদিউল আলমের ছেলে।
ফায়ার সার্ভিস বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ‘ওই যুবক বিদ্যুতের খুঁটিতে কাজ করতে উঠে স্পৃষ্ট হয়ে মারা গেছেন। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে তার লাশ উদ্ধার করে।’