চট্টগ্রাম

আগুনে পুড়লো রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘর

  প্রতিনিধি ১ জুন ২০২৪ , ৫:৫২:৩৫ প্রিন্ট সংস্করণ

আগুনে পুড়লো রোহিঙ্গা ক্যাম্পের ২০০ ঘর

কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দুইশর বেশি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার দুপুরে এ আগুন লাগে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-এপিবিএনের মিডিয়া কর্মকর্তা এএসপি সালাহউদ্দিন কাদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুপুরে ক্যাম্পে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও আমরা আগুন নেভানোর চেষ্টা চালাই। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। দুপুর ২টার পর ঘণ্টাখানেকের চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এতে দুইশর বেশি ঘর পুড়ে যায়। তবে কী কারণে আগুন ধরেছে সেটি জানার চেষ্টা চলছে।’

তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৌলভী হাসান বলেন, ‘হঠাৎ করে ঘরে ছাউনিতে আগুন দেখে দিশেহারা হয়ে পড়ি। প্রথমে ঘরের লোকজনকে সরিয়ে নিই। এরপর আগুন নেভানোর চেষ্টা করি। আগুন চারদিকে ছড়িয়ে পড়ার সময় ঘরের জিনিসপত্র বের করে ফেলি। তবে আগুনে পুড়ে গেছে অনেকের ঘর। কিন্তু আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পনা সেটি খতিয়ে দেখা দরকার।’

এদিকে, গত ২৪ মে ১৩ নম্বর তাজনিমার খোলা ক্যাম্পের ডি ব্লকে কাঁঠালগাছ তলায় একটি বাজারে সোলার প্যানেল থেকে আগুন লেগেছিল। পরে আগুন পার্শ্ববর্তী ক্যাম্পে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ২৫০ ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও খবর

Sponsered content