প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৭:৩০:৫৪ প্রিন্ট সংস্করণ
আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় তালতা ও বাকাল গ্রাম থেকে পাঁচজন তাসখেলা জুয়াড়িকে রবিবার সকালে ভ্রাম্যমান আদালত জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানা পুলিশের এসআই জামাল হোসেন ও এসআই মোক্তার হোসেন শনিবার রাতে পৃথক অভিজান চালিয়ে উপজেলার তালতা গ্রামের রাস্তার পাশে তাসদিয়ে জুয়াখেলার আড্ডা থেকে ওই গ্রামের মো. চাঁন মিয়া বেপারীর ছেলে বাচ্চু বেপারী(৪০), ভদ্রপাড়া গ্রামের মানিক বেপারীর ছেলে রাসেল বেপারী(২২), অশোকসেন গ্রামের নিরাঞ্জন সমদ্দারের ছেলে বিশ্বজিৎ সমদ্দার(২৮), বাকাল গ্রামের সাবেহ আলী ফকিরের ছেলে সবুজ ফকির(৩০) ও ছলেমান ফকিরের ছেলে মানিক ফকির(৩৫)কে গ্রেফতার করে।
পুলিশ গ্রেফতারকৃতদের রোববার সকালে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের আদালতে হারিজ করা হয়। নিবার্হী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে জুয়াখেলা ও সামজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে প্রত্যোকে ছয়শত টাকা করে জরিমানা করে আদালত। জরিমানার টাকা নগদ আদায় করেন আদালত।