চট্টগ্রাম

আনোয়ারায় মাছ ব্যবসায়ী খুন

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৫:৫১:৫৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের আনোয়ারায় রাজনৈতিক বিরোধের জের ধরে মো. জালাল (৩৭) নামে মাছ ব্যবসায়ী তথা এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মনুমিয়া দীঘির সামনে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মো. জালাল আনোয়ারা থানার ১১ নম্বর ইউনিয়নের জুইদন্ডী গ্রামের মৃত আলতাফ মুন্সীর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুসারী বলে জানা যায়।

জালালের ব্যবসায়িক অংশীদার ৬ নং ওয়ার্ডের চৌকিদার মো. মহিউদ্দিন বলেন, ‘আমি এবং জালাল ভাই পার্টনারে মাছ ব্যবসা করি। আমরা সকালে কালাবিবির দীঘির আড়তে মাছ বিক্রি করতে যাচ্ছিলাম। এর মধ্যে মনু মিয়ার দীঘির সামনে পৌঁছালে জুঁইদন্ডী এলাকার সৈয়দের ছেলে মোক্তার হোসেন, বদরুজ্জামানের ছেলে নুর হোসেন, জাকির ও বোরহানসহ আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি আমাদের গাড়িটি আটকায়। এ সময় জালাল গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে চাইলে তারা জালালকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘সকাল ৭টার দিকে মো. জালাল নামে একজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানায়, নিহত জালালের সঙ্গে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘসময় প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আরও খবর

Sponsered content