চট্টগ্রাম

আনোয়ারা উপজেলা চেয়ারম্যানসহ ৪৪জনের আগাম

  প্রতিনিধি ১১ জুন ২০২৪ , ৫:৪২:২২ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা উপজেলা চেয়ারম্যানসহ ৪৪জনের আগাম

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ও গাড়ি ভাঙচুরের অপরাধে করা পুলিশ অ্যাসল্ট মামলায় আনোয়ারার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ ৪৪ জন আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টার দিকে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েস এর দ্বৈত বেঞ্চ ক্রিমিনাল মিস চ্যালেঞ্জার্স কেসের (৪২১৮৫) শুনানি শেষে তাদেরকে ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে আসামিপক্ষে শুনানি করে হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট রশিদা চৌধুরী।

উল্লেখ্য, শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরি-চৌমুহনী এলাকায় উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশের ওপর হামলা করে মোজাম্মেলকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। পরদিন পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মোজাম্মেল হককে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) মো. মিজানুর রহমান আনোয়ারায় থানায় পুলিশ অ্যাসল্টে এ মামলা দায়ের করেন।জানা যায়, হাইকোর্টের একই আদালতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা এম এ মান্নান চৌধুরী ২৬ জনকে আসামি করে যে মামলা করেছিলেন কর্ণফুলী থানায়, ওই মামলার ১৭ জন আসামিও হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।

আরও খবর

Sponsered content