প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ৩:০৬:২৯ প্রিন্ট সংস্করণ
আন্দোলনের প্রত্যাহারের ভুল খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়কারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘সাত দিনের জন্য আন্দোলন প্রত্যাহারের ঘোষণা’র বিবৃতিটি ভুয়া বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আন্দোলনের প্রত্যাহারের ভুল খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়কারীরা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, “এটা ভুয়া, এমন কোনো বিবৃতি আমরা দিইনি। কেউ বিভ্রান্ত হবেন না।”
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাংবাদিকদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে এ কথা জানান আসিফ মাহমুদ।
সকালে ‘৭ দিনের জন্য আন্দোলন প্রত্যহার’র ঘোষণা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলন প্রত্যাহারের ওই বিবৃতিতে ছয় সমন্বয়ক-মো. নাহিদ ইসলাম নাহিদ, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমের স্বাক্ষরও রয়েছে।
বিবৃতিতে বলা হয়, “আমাদের এই স্বাভাবিক আন্দোলনকে কেউ যেন নিজ স্বার্থে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের পরবর্তী সকল কর্মসূচি প্রত্যাহার করলাম। সেই সাথে সরকারকে ৭ দিনের সময় বেধে দেওয়া হলো এই সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ভাবে তার কাজ করতে দিতে হবে।
বিষয়টির সত্যতা জানতে ফোন করা হলে আসিফ মাহমুদ বলেন, “জনগণকে বিভ্রান্ত করতে এই বিবৃতি ছড়ানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করা হয় না। যে কেউ দেখেই বুঝতে পারবে, এটা ভুয়া।”
বিজ্ঞপ্তির বিষয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে ‘আন্দোলন নষ্ট করার জন্য ভুয়া বিবৃতি প্রচার করা হচ্ছে’ বলে জানান তিনি।
দুপুর সাড়ে ১২টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার ফেইসবুক আইডি থেকে ভিডিও বার্তায় বলেন, “এখন যে আন্দোলন হচ্ছে এটা শিক্ষার্থীদের আন্দোলন, সকল শ্রেণি পেশার আন্দোলন। এ আন্দোলন নষ্ট করার জন্য আমাদের সিগনেচার নকল করে ভুয়া বিবৃতি প্রচার করা হচ্ছে। একজন, দুজন বা ৫ জন সমন্বয়কে এ আন্দোলন স্থগিত হবে না।
“আমি হাসনাত আব্দুল্লাহ যদি কখনো দেখেন আন্দোলন বন্ধ করার ঘোষণা দিয়েছি ধরে নেবেন এটা আমাকে জোর করে বলানো হয়েছে। জোর করে সে বক্তব্য দেওয়ানো হচ্ছে। সুদিন আশা পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।”
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে সহিংসতার ঘটনায় এবার সরকারের বিরুদ্ধে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে রোববার থেকে এই অসহযোগের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার সাংবাদিকদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
কর্মসূচির বিষয়টি অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আব্দুল হান্নান মাসুদসহ কয়েকজন সমন্বয়ক ফেসবুকে তাদের আইডি থেকেও প্রচার করেন। সূত্র: বিডিনিউজ24